স্বপ্ন অধরাই থেকে গেল। অস্কার দৌড় থেকে ছিটকে গেল ইমন চক্রবর্তীর গাওয়া গান ‘ইতি মা’। অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় এই গান জায়গা করে নেওয়ায় বাংলার সঙ্গীতপ্রেমীদের মনে আশা জেগেছিল। শুভেচ্ছাতেও ভেসেছেন গায়িকা। শেষে নিজেই সমাজ মাধ্যমে দিয়েছেন মন খারাপ করা খবর। সেরা ১৫’র তালিকায় জায়গা করতে পারেনি ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবিতে ইমনের গাওয়া গান। সেরা মৌলিক গান এবং সেরা মৌলিক আবহসঙ্গীত এই দুই বিভাগেই রাখা হয়েছিল গানটিকে। ইমন নিজেই তাঁর ভক্তদের জানিয়ে সমাজ মাধ্যমে লেখেন, ‘অস্কারে সেরা ১৫ গানের মধ্যে নিজের জায়গা করে নিতে পারেনি ইতি মা।’