অস্ট্রেলিয়ায় মহম্মদ শামির যাওয়া নিয়ে যখন জল্পনা, তখন সৈয়দ মুস্তাক আলির বাংলা দলে রাখা হল তাঁকে। ফলে, এখনই যাওয়া হচ্ছে না ভারতীয় স্পিডস্টারের। দীর্ঘ একবছর পর কামব্যাক করে বাংলার হয়ে রঞ্জিতে অসাধারণ পারফরম্যান্স দেখান শামি। মধ্যপ্রদেশের বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৭উইকেট। এরপরই জল্পনা বাড়ে, অস্ট্রেলিয়ায় পরবর্তী টেস্ট গুলোর জন্য শামিকে ডাকা হতে পারে। তবে টি২০ ক্রিকেটে তার আগেই নেমে পড়বেন তিনি। ২৩ নভেম্বর থেকে রাজকোটে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্ট। সেদিনই বাংলার প্রথম ম্যাচ পঞ্জাবের বিরুদ্ধে। ফলে, সেখানে দুরন্ত পারফরম্যান্স করলে, আইপিএল নিলামে মার্কি প্লেয়ার হিসেবে দর যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে অস্ট্রেলিয়ায় দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে। অর্থাৎ এখনও পর্যাপ্ত সময় আছে সেখানে যোগ দেওয়ারও।