অস্ট্রেলিয়ার মাটিতে যখন প্রথম টেস্ট খেলবেন রোহিত-বিরাটরা, সে’সময়ই নাকি আইপিএলের মেগা নিলাম। নিলামের প্রস্তাবিত তারিখ সমস্যায় ফেলেছে বিসিসিআইকে। ক্রিকেটবিষয়ক এক ওয়েবসাইটের খবর, ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদ বা জেড্ডায় মেগা নিলামের আসর বসতে পারে। টেস্ট সিরিজ ও আইপিএল নিলামের সম্প্রচার স্বত্ব রয়েছে ডিজনি স্টার নেটওয়ার্কর কাছে। তাই লাইভ দেখানোর জন্য সমস্যায় পড়বে সম্প্রচারকারী চ্যানেলও। চূড়ান্ত কী হবে তা সরেজমিনে দেখতে সৌদি আরবে গেছেন বোর্ডের একটি দল। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনও এই ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।