অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের দলও ঘোষণা করে দিল বিসিসিআই। তবে দলে নাম নেই স্পিডস্টার মায়াঙ্ক যাদবের। নেই রিয়ান পরাগ, শিবম দুবেও। মূলত চোটের কারণেই এদের যাওয়া হচ্ছে না। একইসময়ে খেলা থাকায় ভারতীয় এ দলের ক্যাপ্টেন রুতুরাজ গায়কোয়াড়কে দলে রাখা হয়নি। দলে সুযোগ পেয়েছেন কেকেআর তারকা রমণদীপ সিং। আইপিএলে ভালো খেলা বিজয় কুমারও প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলেন। ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শুরু। শেষ ম্যাচ ১৪ নভেম্বর।
একনজরে ভারতীয় টি২০ দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, তিলক বর্মা, জিতেশ শর্মা, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রমণদীপ সিং, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বিজয়কুমার ভিশক, আভেশ খান, যশ দয়াল।