বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানেদের মতো নামী নামী টেস্ট ব্যাটসম্যান যে দলের টপ অর্ডারের শোভা বাড়াচ্ছে, সেই দলই কিনা শেষে অল আউট হচ্ছে মাত্র ৩৬ রানে। অ্যাডিলেডের দিন-রাতের টেস্টের তৃতীয় দিনে ভারতের একজন ব্যাটসম্যানও দশ রানের গণ্ডি পেরোননি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে নিজেদের সর্বনিম্ন স্কোরে আউট হয়েছে ভারত। লজ্জার রেকর্ড গড়লেন কোহলিরা। ১৯৭৪ সালে ৪২ রানে অল আউট হয়ে গিয়েছিল অজিত ওয়াদেকারের ভারত। লর্ডসের মাঠে সেই কালো দিন ভুলতে বসেছিলেন ভারতীয়রা। কিন্তু শনিবার প্যাট কামিন্স এবং জোশ হ্যাজলেউড আরও বড় ক্ষত তৈরি করলেন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে।। প্রথম ইনিংসে ৫৩ রানের লিড ছিল। দ্বিতীয় ইনিংসে কোনওরকমে ২০০-র কাছাকাছি যেতে পারলেই অসিদের চাপে ফেলে দেওয়া যেত। কিন্তু, এদিন সকালে যা হল, সেটা অকল্পনীয়। প্যাট কামিন্স আর জোশ হ্যাজলেউডের সুইংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইনআপ। মোট ৩ জন করলেন শূন্য রান। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান মায়াঙ্ক আগরওয়ালের ৯। আগের দিনের ১ উইকেটের বিনিময়ে ৯ রানে খেলতে নেমে এদিন প্রথম ওভারেই ফিরে যান নাইট ওয়াচম্যান বুমরা। তারপর একের পর এক ব্যাটসম্যান আয়ারাম-গয়ারাম। মায়াঙ্ক ৯, পুজারা ০, কোহলি ৪, রাহানে ০, বিহারী ৮, ঋদ্ধিমান ৪, অশ্বিন ০, উমেশ ৪, সামি ১। গোঁদের উপর বিষফোঁড়া মহম্মদ সামির চোট। হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেন সামি। যার ফলে ৩৬/৯ অবস্থাতেই শেষ হল ভারতের দ্বিতীয় ইনিংস। ভারতের লিড দাঁড়ায় ৮৯ রানের। অসিদের হয়ে হ্যাজলেউড ৫ এবং কামিন্স ৪ উইকেট পেয়েছেন। ৯০ রান হাসতে হাসতে তুলে নিলে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে। জয় ৮ উইকেটে। জো বার্নস অপরাজিত থাকলেন ৫১ রানে। অশ্বিন পেলেন ১ উইকেট। মাত্র আড়াই দিনেই টেস্ট খতম। এবার দেশে ফিরবেন বিরাট। দ্বিতীয় টেস্টের আগে চিন্তা বাড়ল সামির চোট নিয়ে। রোহিত তৃতীয় টেস্টের আগে নামতে পারবেন না। বক্সিং ডে টেস্টে ভারতকে না আবার বড় লজ্জার মুখে পড়তে হয়। আটটি পিঙ্ক টেস্টের প্রতিটাতেই জিতল অসিরা।