More
    Homeঅনান্যঅ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?

    অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?

    (১) অ্যাপেল সাইডার ভিনেগারে হয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল (Antimicrobial) বৈশিষ্ট্য যা ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতির বৃদ্ধি রোধ করতে খুবই কার্যকর। এটা অত্যন্ত শক্তিশালী একটি অ্যান্টিমাইক্রোবিয়াল। একটি গবেষণায় পাওয়া যায় যে এটি ই-কোলাই (Escherichia coli) এবং এস.অরেনাস (Staphylococcus aureus) ব্যাকটেরিয়া যা ব্রণ হওয়ার অন্যতম কারণ হিসেবে বিবেচিত এই ব্যাকটেরিয়াগুলো রোধ করতে ACV বিশেষভাবে কার্যকর। তৈলাক্ত ত্বকে বেশি ব্রণ হতে দেখা যায় তাই অয়েলি স্কিন-এর জন্য এটি বিশেষভাবে কার্যকর।

     

    (২) অ্যাপেল সাইডার ভিনেগারে রয়েছে সাইট্রিক অ্যাসিড, সুসিনিক (succinic) অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড যা স্বয়ংক্রিয়ভাবে স্কিন থেকে একনে দূর করতে সহায়তা করে।

     

    একনে দূর করতে অ্যাপেল সাইডার ভিনেগার –

     

    (৩) ACV- তে রয়েছে অ্যান্টিফাঙ্গাল (antifungal) বৈশিষ্ট্য যা ক্যান্ডিডা (Candida) প্রজাতির বৃদ্ধি প্রতিরোধে কার্যকর, বিশেষ করে Candida Albicans ছত্রাক ত্বককে চরম শুষ্ক করে দেয়। তাই সেনসিটিভ এবং ড্রাই স্কিন-এর জন্য অ্যাপেল সাইডার ভিনেগার খুবই কার্যকর।

     

    (৪) AVC শুধুমাত্র ব্যাকটেরিয়া এবং ছত্রাক তৈরিতে বাধা প্রদানই করে থাকে না, এছাড়াও এটি ত্বকে Ph-এর ভারসাম্য ঠিক রাখে তাই ত্বকের আদ্রতা বজায় থাকে।

     

    অ্যাপেল সাইডার ভিনেগার ত্বকে pH এর ভারসাম্য ঠিক রাখে –

     

    এবার তাহলে চলুন সুন্দর ত্বক পেতে অ্যাপেল সাইডার ভিনেগার টোনার কিভাবে তৈরি করতে হবে দেখে নেই।

     

    প্রয়োজনীয় উপকরণ-

    ১ চা চামচ আপেল সাইডার ভিনেগার

    ৪ চা চামচ বিশুদ্ধ পানি

    কয়েক ফোটা এসেনশিয়াল তেল

     

     

    ত্বকের সৌন্দর্য বাড়াতে আপেল সাইডার ভিনেগার, পানি ও এসেনশিয়াল তেল এর টোনার –

     

    টোনার তৈরির পদ্ধতি-

    একটি পরিষ্কার বাটিতে অ্যাপেল সাইডার ভিনেগার এবং বিশুদ্ধ পানি ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এর সাথে কয়েক ফোঁটা এসেনশিয়াল তেল যোগ করুন। এবার মিশ্রণটি ভালো করে মিশিয়ে একটি নরমাল বা স্প্রে বোতলে স্থানান্তর করুন। মিশ্রণটি রেফ্রিজারেটর-এ সংরক্ষণ করুন।

     

    টোনার ব্যবহারের পদ্ধতি

    প্রথমে একটি তুলোর প্যাড নিন এবং এর উপর টোনার-টি অল্প স্প্রে করে নিন বা ফোঁটায় ফোঁটায় ঢেলে নিন।

     

    তারপর চোখের এড়িয়া বাদ দিয়ে তুলার বলটি আপনার মুখে আলতোভাবে চেপে চেপে লাগান। আপনি চাইলে টোনার-টি সরাসরি আপনার মুখে স্প্রে করতে পারেন। তারপর টোনার-টি মুখে শুকিয়ে যেতে দিন। এটি মুছে বা ধুয়ে ফেলবেন না। ভালো ফলাফল পাওয়ার জন্য প্রতিবার মুখ ধোয়ার পর এটি ব্যবহার করুন।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments