More
    HomeUncategorizedঅ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

    অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

    অ্যাপেল সাইডার ভিনেগার

    অ্যাপেল সাইডার ভিনেগার শক্তিশালী প্রাকৃতিক উপাদান যাতে রয়েছে অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এবং ম্যালিক অ্যাসিড। এছাড়া এতে রয়েছে ভিটামিন, এনজাইম, মিনারেল সল্ট এবং অ্যামিনো অ্যাসিড, যা সাধারণ ঠাণ্ডা-কাশি, পেশীতে ব্যথা, ডায়াবেটিস, কোলেস্টেরলসহ নানা স্বাস্থ্য সমস্যা দূর করে থাকে। স্বাস্থ্য রক্ষার পাশাপাশি সৌন্দর্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । ত্বক এবং চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনেগারের কিছু কার্যকারী ব্যবহার নিয়ে আমাদের আজকের আয়োজন।

     

    Sale • Face wash/Cleanser, Day/Night Cream, Face Wash

    (১) ব্রণকে বলুন বাই বাই

    এক অংশ ভিনেগার এবং দুই অংশ পানি একটি পাত্রে মিশিয়ে নিন। একটি তুলোর বল মিশ্রণে ভিজিয়ে নিন। এটি ব্রণের উপর রাখুন ১০ মিনিট। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রতিদিন দুই থেকে তিনবার প্রসেসটি রিপিট করুন।

     

    এতে অ্যান্টিসেপ্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ব্রণ সাড়াতে সাহায্য করে। এছাড়া এটি ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে।

     

    (২) খুশকি দূর করতে

    একটি পাত্রে অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে নিন। এরপর একটি তুলোর বল তাতে ভিজিয়ে মাথার তালুতে ম্যাসাজ করে লাগান। এবার একটি টাওয়েল গরম পানিতে ভিজিয়ে নিন। এই টাওয়েল দিয়ে মাথা পেঁচিয়ে রাখুন। এক ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এই পদ্ধতি অ্যাপ্লাই করুন। দেখবেন এক মাসের মধ্যে খুশকি গায়েব হয়ে গেছে।

     

    (৩) স্কিন টোনার

    তৈলাক্ত ত্বকের জন্য অ্যাপেল সাইডার ভিনেগার বেশ উপকারী। এর আলফা হাইড্রক্সি অ্যাসিড ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করে। এছাড়া ত্বকের পিএচ লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

     

    আধা কাপ অ্যাপেল সাইডার ভিনেগার এবং এর সাথে পানি মিশিয়ে নিন। আপনি চাইলে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। একটি তুলোর বল এতে ভিজিয়ে ত্বকে ব্যবহার করুন। এটি কয়েক মিনিট ত্বকে রেখে দিন। দিনে দুইবার ব্যবহার করুন। আপনি যদি স্বাভাবিক ত্বকের অধিকারী হন তবে এক অংশ সাইডার ভিনেগার এবং চার অংশ পানি মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন।

     

    (৪) সানবার্ন রোধে

    ত্বকে একবার সানবার্ন হলে তা দূর করা বেশ কঠিন হয়ে পড়ে। ত্বকের এই রোদেপোড়া দাগ দূর করতে সাহায্য করবে অ্যাপেল সাইডার ভিনেগার। সমপরিমান ভিনেগার এবং ঠাণ্ডা পানি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি ত্বকে ম্যাসাজ করে লাগান। এটি দিনে কয়েকবার ব্যবহার করুন।

     

    (৫) চুলের আগা-ফাটা রোধ

    চুলের আগা ফাটা রোধ করতে অ্যাপেল সাইডার ভিনেগার অনেক কার্যকর। শ্যাম্পু করার পর এটি চুলে লাগান। তারপর অনেক মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুইবার ব্যবহার করুন। কিছুদিনের মধ্যে চুলের আগা ফাটা দূর হয়ে যাবে।

     

    (৬) চুলের রুক্ষতা দূর করতে

    রুক্ষ, শুষ্ক চুল নিয়ে চিন্তিত? চুলের এই রুক্ষতা দূর করে চুলকে শাইনি করে তুলতে সাহায্য করবে অ্যাপেল সাইডার ভিনেগার। ১/৪ কাপ ভিনেগার এবং দুই কাপ পানি একসাথে মিশিয়ে নিন। চুল শ্যাম্পু করার পর এটি দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাথার তালুতে এটি ম্যাসাজ করে লাগান। ৫ মিনিট অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন।

     

    (৭) নখের হলদেটে ভাব দূর করা

    বিভিন্ন কারণে নখ হলেদেটে হয়ে যায়। নখের এই হলদেটে ভাব দূর করে দেয়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments