More
    Homeখবরআইএসএলের প্রথম ম্যাচে পুনরাবৃত্তি,জোড়া গোলে এগিয়ে ড্র

    আইএসএলের প্রথম ম্যাচে পুনরাবৃত্তি,জোড়া গোলে এগিয়ে ড্র

    ডুরান্ড ফাইনালেও এমনটাই হয়েছিল। জোড়া গোলে এগিয়ে ড্র। আইএসএলের প্রথম ম্যাচেও তারই পুনরাবৃত্তি। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ২ গোলে এগিয়েও ২ গোল হজম করল মোহনবাগান। তাতে বৃষ্টিভেজা যুবভারতীতে ২-২ গোলে ড্র দিয়ে অভিযান শুরু করল আইএসএলের সেরা ২ দল। গতবছর এই মুম্বইয়ের কাছে হেরেই আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছিল। এবার মধুর প্রতিশোধের সুযোগ থাকলেও, তা শুরুতেই নষ্ট হল। ম্যাচের ১০ মিনিটেই মুম্বই ডিফেন্ডারের আত্মঘাতি গোলে এগিয়ে যায় মোহনবাগান। তার আগে অবশ্য মুম্বইও জালে বল জড়িয়েছিল। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ৩০ মিনিটের মধ্যেই ২-০ করে ফেলে বাগান। গোল করেন অ্যালবার্তো। জোড়া গোলে এগিয়ে বিরতিতে গেলেও, দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান কমায় মুম্বই। আশিসের গায়ে লেগে তিরির শট গোলে ঢুকে যায়। ম্যাচের শেষদিকে মুম্বই ২-২ করে দিলে আর জয়ে ফেরার সুযোগ পায়নি মোহনবাগান।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments