More
    Homeখবরআইএসএলে জয়ের মুখ দেখল না ইস্টবেঙ্গল,উল্টে চারে চারই হার

    আইএসএলে জয়ের মুখ দেখল না ইস্টবেঙ্গল,উল্টে চারে চারই হার

    কোচ আসে, কোচ যায়। লাল হলুদ রঙ আর উজ্জ্বল হয় না। বদলায় না ভাগ্যের চাকা। টানা চার ম্যাচ। আইএসএলে জয়ের মুখ দেখল না ইস্টবেঙ্গল। উল্টে চারে চারই হার। কুয়াদ্রাত পারেননি, বিনো জর্জও ঘুরে দাঁড়াতে পারলেন না তাঁর প্রথম আইএসএল ম্যাচে। পারবেনই বা কী করে, পেনাল্টি মিস থেকে সেমসাইড গোল, বারপোস্টে মারা থেকে গোলকিপারের হাতে উপহার দেওয়া সব মশলাই হাজির ছিল লাল হলুদ ব্রিগেডের, শুধু জালটাই তারা খুঁজে পায়নি। একের পর এক সহজ সুযোগ মিস দেখলে আইএসএল না অন্য কোনও অনামী টুর্নামেন্ট খেলতে নেমেছে ইস্টবেঙ্গল তা বলা মুশকিল। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হার মানতে হলো শতবর্ষ প্রাচীন ক্লাবকে । প্রথম গোল হজম করেছে মাত্র ২১ মিনিট। ক্লেটন-তালাল-নন্দকুমার এরপর ঝাঁঝটুকুই বাড়িয়েছে, ভয়ই ধরিয়েছে বিপক্ষকে, কাজের কাজ কেউই করে উঠতে পারেননি। ৬৪ মিনিটে পেনাল্টি মিস করেন ডেঙ্গু থেকে ফিরে আসা সল ক্রেসপো। আর ৭০ মিনিটে আত্মঘাতী হজম করে ইস্টবেঙ্গল। লালছুংনুঙ্গার পায়ে লেগে বল গোলে জড়িয়ে যায়। সেই ফলাফলেই শেষ হয় ম্যাচ। এই জয়ে জামশেদপুর যেমন তিন নম্বরে উঠে এসেছে, বলাই বাহুল্য ম্যাচ হেরে লাস্ট বয়ের তকমা বইছে ইস্টবেঙ্গলই।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments