এ যেন দিওয়ালি গিফট। আইএসএলে জয়ের হ্যাটট্রিক করে ফেলল সবুজ মেরুন ব্রিগেড। যে হায়দরাবাদ কলকাতায় এসে মহমেডানকে বড় ব্যবধানে হারিয়ে গিয়েছিল, সেই দলকেই তাদের মাটিতে দাঁড়াতেই দিল না মোহনবাগান। লম্বা বিরতির পর গাচ্চিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান। এর আগে মহমেডান, ইস্টবেঙ্গল শহরের দুই প্রতিদ্বন্দ্বীকেও অনায়াসেই হারিয়েছিল সবুজ মেরুন শিবির। তাতেই আইএসএল তালিকায় ২ নম্বরে চলে এল মোলিনা ব্রিগেড। মোহনবাগান ৬ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট। ম্যাচের ৩৭ মিনিটে ডান প্রান্ত থেকে দুর্দান্ত দৌড়ে বক্সে ঢুকে কার্যত একক দক্ষতায় গোল করে যান মনবীর সিং। দ্বিতীয়ার্ধের মিনিট দশেকের মধ্যে স্টুয়ার্টের দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করেন শুভাশিস বসু। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় সবুজ মেরুনের।