দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো অবস্থা। আইএসএলে ডার্বি সমেত পাঁচে পাঁচ ম্যাচই হেরেছে ইস্টবেঙ্গল। লজ্জায় মাথা নীচু সমর্থকদের। ফুটবলাররাও হতাশ। কিন্তু ঘুরে যে দাঁড়াতেই হবে। খারাপ সময়ে ভরসা করে অস্কার ব্রুজোর হাতেই দায়িত্ব তুলে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। কিছু বুঝে ওঠার আগেই ডার্বির ডাগআউটে বসে ম্যাচ হেরেছেন তিনি। আবার ফুটবলারদের ক্লাস নেওয়ার জন্য সময় পাওয়ার আগেই মঙ্গলবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামবে দল। কঠিন মুহূর্ত ভালই টের পাচ্ছেন অস্কার ব্রুজো। একবার রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের অনুশীলন করিয়েছেন, আর একবার মূল দলকে। এরমধ্যেই ওড়িশার মতো শক্তিশালী দলের মোকাবিলা করতে হবে তাঁকে। ঘুরে দাঁড়ানোর লড়াই নিয়ে অস্কার ব্রুজো বলেন, ‘আমাদের আরও চাপ নিতে ও পালটা চাপ দিতে হবে। খেলায় আরও তীব্রতা বাড়াতে হবে। রক্ষণের ফাটল কিছুতেই হতে দেওয়া যাবে না।’ পাশাপাশি তিনি টানা হারের প্রসঙ্গে বলেন, ‘টানা সাতটি ম্যাচে হারার পরে ফুটবলাররা শান্তিতে থাকতে পারে না। এটাই স্বাভাবিক। তাই দলের কেউ মানসিক ভাবে ভাল আছে বলে আমারও মনে হয় না, এই অবস্থায় তাদের ভাল থাকতে দিতে পারবও না। ওদের মানসিক সমস্যা দূর করতে হবে।’