ইস্টবেঙ্গলের বাতিল ঘোড়া গোয়ার হয়ে ম্যাচে হ্যাটট্রিক করলেন। তাতে আইএসএলে হারের হ্যাটট্রিক হয়ে গেল ইস্টবেঙ্গলের। ধৈর্য্য হারানো সমর্থকদের কুয়াদ্রাতের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান তোলাই স্বাভাবিক। ঘরের মাঠে তাই হল। প্রথম দুই অ্যাওয়ে ম্যাচে ৩ গোল হজম করে দুটোতেই হেরেছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠে প্রথম ম্যাচেই তিন গোল হজম করে বসল। এফসি গোয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হার ৩-২ গোলে। তাতে গোয়ার হয়ে হ্যাটট্রিক করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় বোরহা হেরেরা। লাল হলুদের হয়ে দুটি গোল করেন ডেভিড ও পেনাল্টি থেকে মাদি তালাল। গতবার প্রভসুখন গিলকে নিয়ে সমালোচনা হয়েছিল। এই ম্যাচে গোলকিপারের দায়িত্বে ছিলেন দেবজিৎ মজুমদার। আগের সেই ‘সেভজিৎ’ এখন আর বলা যায় না তাঁকে। আর সবচেয়ে খারাপ পারফরম্যান্স ইস্টবেঙ্গলের রক্ষণ। কোটি কোটি টাকা খরচ করে আনোয়ার আলিকে ছিনিয়ে নিয়েও কোনও উন্নতিই হয়নি। শেষ ১৫ মিনিট গোয়া ১০ জনে হয়ে যায়। সেই ফায়দা নিয়ে আরও একটা গোল করতে পারলেও, ম্যাচ বাঁচাতে পারেনি কুয়াদ্রাত বাহিনী। পরপর তিন হারে ১৩ দলের মধ্যে ১২ নম্বরে চলে গেল ইস্টবেঙ্গল।