সময় নষ্ট করার সময় নেই। কারণ, সামনে ডার্বি। আইএসএলে ১৯ অক্টোবর মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। পুজো শেষ হতেই তাই অনুশীলনে নেমে পড়ল মোলিনা ব্রিগেড। মিনি ডার্বির পর এবার ডার্বিতেও জয়ের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল সবুজ মেরুন ব্রিগেড। পুজোর কয়েকদিন ছুটি দিয়েছিলেন হোসে মোলিনা। ছুটি কাটিয়ে সোমবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন শুভাশিস-ম্যাকলারেনরা। ডার্বির আগে ফুটবলারদের ফিটনেসেই জোর দিতে চান মোহনবাগানের হেডস্যার। আলবার্তো রডরিগেজ মহমেডানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন। তিনি রিহ্যাব শুরু করেছেন। সাহাল আব্দুল সামাদ, আশিক কুরুনিয়ানরাও চোট সারিয়ে ওঠার পথে রিহ্যাব করছেন। লিগের লড়াইয়ে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মোহনবাগান।