খেলা ছেড়েছিলেন, কিন্তু ক্রিকেট নয়। তাতেই আইপিএলে প্রোমোশন পেয়ে গেলেন ডোয়েন ব্রাভো। গম্ভীরের শূন্যপদে কেকেআরের মেন্টরের দায়িত্বেই দেখা যাবে ক্যারিবিয়ান অলরাউন্ডারকে। এর আগে ২০২২ ও ২০২৩ মরসুমে সুপার কিংসের বোলিং কোচ হিসেবে কাজ করেন। চেন্নাইয়ের প্রাক্তনের ভাবনায় এখন তাই শুধুই কেকেআর। ব্রাভো বলেন, ‘আমাদের বস শাহরুখ খানকে সবসময় বলেন, আমরা উপভোগ করতে যাচ্ছি, মজা করতে যাচ্ছি। আমরা পার্টি করতে যাচ্ছি এবং আমরা জিততে যাচ্ছি। চ্যাম্পিয়নের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। করবো লড়বো জিতবো, আমি কেকেআর’। টি-২০ ক্রিকেটে সর্বকালের সেরাদের মধ্যে অন্যতম ব্র্যাভো। ‘চ্যাম্পিয়ন’ খ্যাত এই ক্রিকেটার গম্ভীরের জায়গায় মন জয় করতে পারেন কিনা তাই দেখার।