আইপিএল নিলামে ফিরল পুরানো নিয়ম। সরকারি ঘোষণা না হলেও ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইট জানিয়েছে, এবার দল গঠনের জন্য সর্বাধিক ১২০ কোটি টাকা খরচ করতে পারবে দলগুলি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাঁচ জন ক্রিকেটার রেখে দিতে পারবে দলগুলি। আগের বারের দলে ছিলেন, এমন পাঁচ জন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য রেখে দিতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলি। পাঁচটি রিটেনশনের মধ্যে যত খুশি ভারতীয় ও বিদেশি খেলোয়াড়দের নাম দিতে পারবে। তা ছাড়াও একটি ‘রাইট টু ম্যাচ’-এর সুযোগ থাকছে দলগুলির কাছে। তাতে এই কার্ডের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলি তাদের ছেড়ে দেওয়া ক্রিকেটারদের সর্বোচ্চ বিডিংয়ে কিনতে পারবে নিলামে অংশ না নিয়েই। সর্বোচ্চ ১২০ কোটি টাকা প্রত্যেক দল বাজেট রাখতে পারলেও, রিটেন করা প্লেয়ারদের নেওয়ার পর তাঁরা বসতে পারবেন ৭৫ কোটি টাকা নিয়ে। প্রথম তিন রিটেনশনের ক্ষেত্রে যথাক্রমে ১৮ কোটি, ১৪ কোটি ও ১১ কোটি টাকা কেটে নেওয়া হবে। বাকি ২টি রিটেশনের জন্য খরচ করতে হবে যথাক্রমে ১৮ কোটি ও ১৪ কোটি টাকা। পাঁচের পরিবর্তে কম খেলোয়াড় রিটেন করলে অতিরিক্ত আর টি এম কার্ড দেওয়া হবে সেই দলকে। এছাড়াও এক আনক্যাপড ক্রিকেটারকে ধরে রাখতে হবে। তারজন্য আরও ৪ কোটি টাকা খরচ করতে হবে। মনে করা হচ্ছে ২০২১ সালের স্টাইলেই অনেকটা পুনরাবৃত্তি করা হল এবার।