আইপিএল নিলাম এখনও দেরি আছে, তার আগেই চমক দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আইপিএলের মেগা নিলামের আগে নিজেই একটি নিলামের আয়োজন করলেন স্পিন তারকা। তিনি মক নিলামের আয়োজন করেন নিজের ইউটিউব চ্যানেলে। তাতেই মিলল ব্যাপক সাড়া। সঞ্চালক স্বয়ং অশ্বিনই। নিলামে লোকেশ রাহুল, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, ডেভিড মিলার, কুইন্টন ডি কক এবং স্বয়ং অশ্বিনকে বিক্রি করা হয়। যেখানে কেএল রাহুলের দাম ওঠে ১৫ কোটি টাকা! যদিও পুরো ভিডিও প্রকাশ্যে আসেনি, এসেছে শুধুমাত্র ট্রেলার। অশ্বিন বলেছেন, ‘ভারতীয় টিভির ইতিহাসে প্রথমবার যেখানে সঞ্চালক নিজেকে নিজেই নিলাম করছে।’