তিনি বসেছিলেন দর্শকাসনে। মঞ্চে সঞ্চালনার দায়িত্ব সামলে যাচ্ছেন শাহরুখ এবং ভিকি কৌশল। হঠাৎ করেই অডিটোরিয়াম জুড়ে গমগম করে উঠল পরিচালকের নাম। নিজ আসনে বসেই চমকে উঠলেন তিনি। তিনি আর কেউ নন, করণ জোহর। আইফা, ২০২৪-এর মঞ্চে ‘সেরা গল্প’ ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য পুরস্কার জিতেছেন তিনি। মঞ্চে উঠেই দীর্ঘদিনের বন্ধু শাহরখের পা ছুঁয়ে প্রণাম করতে গেলেন তিনি। পরিচালককে হাত ধরে তুলে গলা জড়ালেন বাদশাও। শাহরুখ করণকে তাঁর পা ছুঁয়ে নেওয়া থেকে আটকাতে গেলেও আইফার মঞ্চে এই দৃশ্য ইতিমধ্যেই মন ছুঁয়েছে দর্শকদের।