কোনও সূত্র বলছে ২০ মিনিট। আবার কোনও সূত্র বলছে, বড়জোর ১৫ মিনিট। তারমধ্যেই ভেস্তে যায় চ্যাম্পিয়ন্স ট্রফির আইসিসির বৈঠক। ফলে, কোনও রফা সূত্রই বেরোল না। শুক্রবার সমস্ত দেশের প্রতিনিধিরাই ভার্চুয়ালি বৈঠকে হাজির ছিলেন। শনিবার ফের বৈঠকে বসতে পারেন আইসিসি কর্তারা। ফলে, ঝুলে থাকল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। সূত্রের খবর, আইসিসির পক্ষ থেকে পিসিবি চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়েছে, হাইব্রিড মডলেই একমাত্র পথ। না হলে এই প্রতিযোগিতা হবে অন্য দেশে। অন্যদিকে নাকি হাইব্রিড মডেল হলে শর্ত দিয়েছে পিসিবি। তারাও জানিয়ে দিয়েছে, ২০৩১ পর্যন্ত আইসিসির যেসব প্রতিযোগিতা ভারতে আয়োজিত হবে তার সবকটায় পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল রাখতে হবে।’ আর ভারতও পাকিস্তানে গিয়ে খেলবে না তাও জানিয়ে দিয়েছে বিসিসিআই। তবে জট ছাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছেন সদস্যরা। সবাই হাইব্রিড মডেলের পক্ষেই সম্মতি জানিয়েছে। পরের বৈঠকে সমাধান সূত্র পাওয়া যায় কিনা, এখন তারই অপেক্ষা।