সেঞ্চুরিয়নে তিলকের বিস্ফোরণ। দুরন্ত সেঞ্চুরি। এরপর আক্রমণ শানালো পিঁপড়ের দল! আজব কাণ্ড সেঞ্চুরিয়নে। যার জেরে খেলাই বন্ধ থাকল প্রায় ২০ মিনিট! ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে। পিপীলিকার আক্রমণে মাঠ ছাড়া ক্রিকেটাররা। মাঠের ঘাস থেকে শুরু করে ফ্লাডলাইট-সর্বত্রই উড়ে বেড়াচ্ছিল ঝাঁকে ঝাঁকে পিঁপড়ে। ক্রিকেটারদের যার জেরে সমস্যায় পড়তে হয়। তড়িঘড়ি ড্রোনের মাধ্যমে কীটনাশক ছড়ানো হয় গোটা মাঠ জুড়ে। তাতে উৎপাত কমে ঠিকই কিন্তু ভিজে যায় মাঠ। পরে সুপার সপার দিয়ে গোটা মাঠ শুকানো হয়। তারপর ফের শুরু হয় খেলা।