আগামিকাল কলকাতায় মোদীর হাইপ্রোফাইল ব্রিগেড। সেই নিয়ে ইতিমধ্যেই সাজাসাজো রব রাজ্য বিজেপির অন্দরে। একশের নির্বাচনকে পাখির চোখ করে এর আগেও বহুবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী। তবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর এই প্রথম শহরে আসছেন মোদী। বিজেপি সূত্রের খবর, রবিবার মোদীর সভায় হাজির থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার। ব্রিগেডে আসার আমন্ত্রণ গ্রহণ করেছেন খিলাড়ি কুমার।
মোদীর সঙ্গে অক্ষয়ের সুখবরের খবর সর্বজনবিদিত। বিভিন্ন ইস্যুতে হামেশাই নমোর পাশে দাঁড়িয়েছেন আক্কি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও মোদীর সাক্ষাত্কার নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। তবুও মোদীর প্রশংসা থেকে পিছিয়ে আসেননি তারকা।
অক্ষয়ের পাশাপাশি এদিন মোদীর সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীকেও। ‘ডিস্কো ডান্সার’-এর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনাও জোরালো হয়েছে গত মাসে তাঁর মাড আইল্যান্ডের বাসভবনে আরএসএস প্রধান মোহন ভাগবতের উপস্থিতি ঘিরে। শনিবার শহরে হাজির হয়েছেন মিঠুনদা। এই দুই তারকা মোদীর জনসভায় হাজির থেকে কী বার্তা দেন, এখন সেইদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।