আগামিকাল শুক্রবার থেকেই হয়ত রাজ্যে পড়তে চলেছে জাঁকিয়ে শীত তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের । তবে বুধবারের মতো বৃহস্পতিবারও তাপমাত্রার তেমন তারতম্য নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বৃহস্পতিবারের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি ও ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকলেও দিনভর মূলত পরিচ্ছন্ন আকাশ থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
ডিসেম্বররের দ্বিতীয় সপ্তাহ পেড়িয়ে গেলেও এখনও সেভাবে দেখা নেই শীতের। ভোরে বা রাতের দিকে একটু হিমেল পরশ থাকলেও দিনের মাঝামাঝি সময় কার্যত উধাও শীত। হাড়কাঁপানো শীত কবে পড়বে তা নিয়ে রীতিমতো প্রশ্ন তৈরি হয়েছেলি বঙ্গবাসীর মনে। যদিও অবশেষে আশার কথা শোনা গিয়েছে। সেক্ষেত্রে এবার হয়ত অপেক্ষার অবসান হতে চলেছে শীত প্রেমীদের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই দফায় কলকাতায় প্রায় ১৫ ডিগ্রি পর্যন্ত এবং জেলাগুলিতে প্রায় ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রার পারদ।
অন্যদিক দেশের বাকি গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে যদি নজর রাখা যায় তবে দেখা যাব, রাজধানী দিল্লিতে এদিন তাপমাত্রার পারদ নেমেছে ৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনও দিল্লি সহ উত্তর ভারতে ঠাণ্ডার দাপট জারি থাকবে বলেই জানা গেছে। পাশাপাশি মুম্বইতে ২২ ডিগ্রি, বেঙ্গালুরুতে ১৮.৮ ডিগ্রি, চেন্নাইতে ২৫ ডিগ্রি, হায়দরাবাদে ১৮ ডিগ্রি, আহমেদাবাদে ১৫.৮ ডিগ্রি এবং পুনেতে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রার পারদ।