কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ২০ ফেব্রুয়ারি ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে বাংলায়। মূলত সিআরপিএফ জওয়ানরাই থাকছে এই বাহিনীতে। এর মধ্যে ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতা (চিৎপুর) স্টেশনে এসে নামবে এবং বাকি ৩ কোম্পানি বাহিনী নামবে বর্ধমান স্টেশনে।
ব্যারাকপুর, বিধাননগর, বারুইপুর, ডায়মন্ড হারবার, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর— এই ১০ জেলায় অবস্থান করবেন এই ১২ কোম্পানি বাহিনীর জওয়ানরা। একইসঙ্গে জানা গিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি, বৃহস্পতিবারের মধ্যে রাজ্যে আরও ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। ধাপে ধাপে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঢুকতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
সূত্রের খবর, ভোটমুখী বাংলায় পাঠানো কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ। থাকবে এসএসবি, আইটিবিপি–র জওয়ানরাও। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই রাজ্যে নিরাপত্তা আরও নিশ্চিত করতে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি করবেন জওয়ানরা। আর ভোট ঘোষণা হলেই তাঁদের হাতেই চলে যাবে নিরাপত্তার দায়িত্ব।