More
    Homeরাজ্যআগামীকাল রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক

    আগামীকাল রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক

    আগামীকাল রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের। কাল সকাল ৬ থেকে বুধবার সকাল ৬ অবধি অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধের সম্ভাবনা। প্রায় ২৪০০ পেট্রোল পাম্প বন্ধ থাকবে বলে দাবি অ্যাসোসিয়েশনের। বনধের আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। তিন দফা দাবিতে রাজ্যজুড়ে বনধের ডাক দিয়েছে অ্যাসোসিয়েশন।সংগঠনের বক্তব্য, মূল্যবৃদ্ধির কারণে জ্বালানির বিক্রয় কমেছে। এতে লোকসানের মুখে পড়েছেন পাম্প মালিকরা।

    আগামীকাল রাজ্যজুড়ে ২৪ ঘণ্টা পেট্রোল পাম্প বনধের ডাক

    Read More-নয়া সুবিধা আনল IRCTC, টিকিট বাতিলের সঙ্গে সঙ্গে রিফান্ডের টাকা যাত্রীর অ্যাকাউন্টে চলে যাবে

    দ্বিতীয়ত, পেট্রোলে ১০ শতাংশ ইথানল নিয়ে তেল কোম্পানিগুলিকে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। কমিশন বৃদ্ধির দাবিও জানানো হয়েছে। এদিকে পেট্রোলের দাম বাড়ছে দিনে দিনে।যার ফলে সাধারণ মানুষের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে পেট্রোল এবং ডিজেলের কিনতে গিয়েই কার্যত গাড়ির মালিকদের পকেট গড়ের মাঠ হওয়ার জোগাড়।

    Read More-তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ

    এমতাবস্থায় অনেকেই এখন আর পেট্রোল চালিত গাড়ি কিনতে অথবা ব্যবহার করতে চাইছেন না। তার বদলে ইলেকট্রিক চালিত স্কুটারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে।পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পাওয়াতে পাম্প মালিকরা বেজায় সমস্যার সম্মুখীন হয়েছেন। জ্বালানি তেল বিক্রি আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যে রাশ টানার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এতে কার্যত কেন্দ্রের বিরুদ্ধে সাধারণের ক্ষোভ বাড়ছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments