আচমকা অশ্বিনের ধাক্কা সামলানোই কঠিন। এরমধ্যে আবার ক্রিকেটপ্রেমীদের মন খারাপ হতে পারে ‘সরে দাঁড়াবেন রোহিত শর্মাও’ এমন কথায়। খোদ সুনীল গাভাসকর নিজেই এই মন্তব্য করেছেন। তিনি বলছেন, আগামী দু ম্যাচে রান না পেলে রোহিতও অধিনায়কত্ব ছেড়ে দেবেন। সম্প্রতি টেস্টে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা।সমালোচনাও হচ্ছে বিস্তর। মিডল অর্ডারে নেমে পরপর দু’টেস্টে সফল হতে পারেননি। দুটি ম্যাচে নেতৃত্ব দিয়ে একটায় হেরেছেন, অন্যটায় ড্র করেছেন। অনিশ্চিত হয়ে আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাও। এরমধ্যেই ধারাভাষ্যকার হিসেবে সুনীল গাভাসকরের মত, চাপ বাড়ছে রোহিতের ওপরও। ভারতীয় এই কিংবদন্তী বলেছেন, ‘রোহিত আগামী দুটি ম্যাচ খেলার সুযোগ পাবে তাতে কোনো সংশয় নেই। তবে এই দুই ম্যাচের পরও যদি ও রান না পায়, তাহলে আমার মনে হয় ও নিজেই সিদ্ধান্ত নিয়ে নেবে।’