Monday, March 27, 2023
HomeUncategorized'আগামী বছরে মুক্তির স্বাদ দেবেন ঈশ্বর', ‘অরাজনৈতিক’ সভা থেকে বার্তা শুভেন্দুর

‘আগামী বছরে মুক্তির স্বাদ দেবেন ঈশ্বর’, ‘অরাজনৈতিক’ সভা থেকে বার্তা শুভেন্দুর

মহিষাদলে তেমনই একটি ‘অরাজনৈতিক’ সভা থেকে প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী আশাপ্রকাশ করলেন, আগামী বছরে মুক্তির স্বাদ দেবেন ঈশ্বর।

রবিবার সেই সভায় এক বৃ্দ্ধার হাতে ‘সৃজন সম্মান’ তুলে দেন শুভেন্দু। ওই বৃদ্ধা এলাকায় ‘কাগজ বুড়ি’ হিসেবে পরিচিত। স্থানীয়রা জানিয়েছেন, কাগজ বিক্রি করে দিন গুজরান করেন। খরচ বাঁচানোর জন্য দুপুরে খান না। পরে শুভেন্দু জানান, তিনি যখনই যান, তখন বাসন্তী ত্রিপাঠীর সঙ্গে দেখা হয়। সেজন্যই তাঁকে জড়িয়ে ধরেছেন ৮০ বছরের ‘কাগজ বুড়ি’। তাঁর নাতিকে দেখভালের দায়িত্বও শুভেন্দুকে নিতে বলেছেন।

পরে বড়দিন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান শুভেন্দু। কিন্তু করোনাভাইরাসের প্রকোপে চলতি বছর যেভাবে সাধারণ ছন্দ ব্যাহত হয়েছে, তা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। বলেন, ‘এই বছরটা আমরা ভালোভাবে কাটাতে পারিনি। এখানে আমরা অনেকে বসে আছি, করোনাকে হারিয়ে দিয়েছি।’ অনেকে আবার করোনায় প্রিয়জনদের হারিয়েছেন। তাই চলতি বছরকে পিছনে ঠেলে ‘ভালো’ নববর্ষের আশায় আছেন শুভেন্দু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments