More
    Homeজাতীয়আগামী মাস থেকেই শিশুদের জন্য কোভাভ্যাক্সের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু...

    আগামী মাস থেকেই শিশুদের জন্য কোভাভ্যাক্সের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া

    আগামী মাস থেকেই শিশুদের জন্য তৈরি করোনার প্রতিষেধক কোভাভ্যাক্সের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করতে চলেছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ৯২০টি শিশু-কিশোরদের দুই ভাগে ভাগ করা হবে। অর্ধেকের বয়স ১২ থেকে ১৭ এবং বাকি অর্ধেক ২ থেকে ১১ বছর বয়সি। এদের ওপরেই হবে কোভাভ্যাক্সের ট্রায়াল। আমেরিকান বায়োটেকনোলজি সংস্থা নোভাভ্যাক্সের এনভিএক্স-কোভ২৩৭৩ (NVX-coV2373) প্রতিষেধককেই কোভাভ্যাক্স নাম দিয়ে ভারতে ছাড়ছে সিরাম।
    নোভাভ্যাক্সের সঙ্গে চুক্তিবদ্ধ সিরাম সেপ্টেম্বরের মধ্যে প্রাপ্তবয়স্কদের জন্য কোভাভ্যাক্স আনতে চলেছে। শিশুদের টিকা পাওয়া যাবে এ বছরের শেষের দিকে। সিরামের মালিক আদর পুনাওয়ালা বলেছেন, ‘ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিএল) অনুমতি পাওয়ার পর জুলাই মাসে ১০টি কেন্দ্রে ৯২০টি শিশুর ওপর পেডিয়াট্রিক ট্রায়াল শুরু হচ্ছে।’
    ১০টি কেন্দ্রের মধ্যে রয়েছে পুনের ভারতী হাসপাতাল এবং কেইএম হাসপাতালের ভাদু শাখা। ২১ দিনের ব্যবধানে শিশুদের দুটি ডোজ দেওয়ার ছ’ মাস পর্যবেক্ষণে রাখা হবে। ট্রায়ালের পরিকল্পনা অনুযায়ী, আগে ১২ থেকে ১৭ বছর বয়সিদের নাম নথিভুক্ত হবে, তারপর ২ থেকে ১১দের। টিকা দেওয়ার ক্ষেত্রেও একই নিয়ম চলবে। তিন মাস পর ট্রায়ালের কী ফলাফল হচ্ছে তা জানানো হবে। সবদিক খতিয়ে দেখে তবেই অনুমোদন পাবে এই প্রতিষেধক।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments