More
    Homeকলকাতাআগামী শুক্রবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, মিলবে ৫ মিনিট অন্তর

    আগামী শুক্রবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, মিলবে ৫ মিনিট অন্তর

    বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা। আগামী শুক্রবার থেকে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল মেট্রো রেল কর্তৃপক্ষ। শুক্রবার থেকে আরও ৮টি ট্রেন বেশি চালানো হবে। পাশাপাশি সকালে ও বিকেলে অফিস টাইমে দুটি ট্রেনের মধ্যে ব্যবধান সাত মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে। এর ফলে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়বে বলেই মনে করা হচ্ছে।

    আগামী শুক্রবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, মিলবে ৫ মিনিট অন্তর

    Read More-দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে রাজ্যপাল জগদীপ ধনখড়

    মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে শুক্রবার এখন থেকে ২২০টির পরিবর্তে ২২৮টি ট্রেন চালানো হবে। এর ফলে আপ ও ডাউন লাইনে এবার থেকে ১১৪টি করে ট্রেন চলবে। সোমবার থেকে শুক্র সকাল সাড়ে ৭টায় মেট্রো পরিষেবা চালু হবে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর ও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। তবে শনিবার সময় সূচির কোনও পরিবর্তন হচ্ছে না। সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা ও দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিট পর্যন্ত মেট্রো চলবে। শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরাই শনিবার মেট্রোয় চড়তে পারবেন। একইসঙ্গে এখনই টোকেন ব্যবস্থা চালু করা হচ্ছে না। কার্ডের মাধ্যমেই যাত্রীরা যাতায়াত করতে পারবেন। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা থেকেই স্পষ্ট ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা মেট্রো।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments