More
    Homeজাতীয়আগামী ১৫ দিনের মধ্যে দেশের বাজারে লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক ট্রাক্টর, ঘোষণা...

    আগামী ১৫ দিনের মধ্যে দেশের বাজারে লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক ট্রাক্টর, ঘোষণা পরিবহন মন্ত্রী নীতিন গাড়করির

    কৃষকদের জন্য তাদের চাষের কাজের অন্যতম প্রয়োজনীয় যন্ত্র ট্রাক্টর আসতে চলছে । দেশের পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি এমনটাই জানিয়েছেন । ভারতের প্রথম সিএনজি ট্রাক্টরের পর এবার ইলেকট্রিক ট্রাক্টর লঞ্চ করার কথা ঘোষণা করেছেন তিনি। পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি আরও জানান, আগামী ১৫ দিনের মধ্যে দেশের বাজারে লঞ্চ করতে চলেছে ইলেকট্রিক ট্রাক্টর। এই ইলেকট্রিক ট্রাক্টর “Go Electric” প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। জানা যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহেই আসতে চলেছে এই ট্রাক্টর।
    গত ডিসেম্বর দেশের বাজারে প্রথম ইলেকট্রিক ট্রাক্টর আনে সোনালিকা ট্রাক্টর কোম্পানি । ইলেকট্রিক ট্রাক্টরের নাম দেওয়া হয়েছিল Tiger। তবে এবার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গাড়করি আনতে চলেছেন ইলেকট্রিক ট্রাক্টর। ২৫.৫ kw এর ন্যাচারাল কুলিং কম্প্যাক্ট ব্যাটারি আছে। এই ডাক্তার একবার ফুল চার্জ হতে সময় নেবে ১০ ঘন্টা। ট্রাক্টর এর সর্বোচ্চ গতি ২৪.৯৩ কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রাক্টর এক চার্জে ৮ ঘন্টা অবধি কাজ করতে পারবে। ভারতের বাজারে এই ট্রাক্টরের এক্স শোরুম মূল্য ৫.৯৯ লাখ টাকা।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments