কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এ রাজ্যেও আগামী ১৮ ফেব্রুয়ারি ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দিল কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি। ওই দিন জেলায় জেলায় রেল অবরোধ কর্মসূচিতে শামিল হওয়ার জন্য ছাত্র, যুব ও মহিলা-সহ গণতান্ত্রিক সব সংগঠনের কাছে আহ্বান জানিয়েছেন কৃষক নেতারা। আন্দোলন চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাদের স্মরণে ১৪ ফেব্রুয়ারি ‘শহিদ দিবস’ও হবে। সে দিন সর্বত্র মোমবাতি জ্বালানো, শহিদ বেদি নির্মাণ, নীরবতা পালন, মিছিল-সহ নানা কর্মসূচি হবে বলে জানিয়েছে সমন্বয় কমিটির রাজ্য শাখা।