কেন্দ্রের নয়া নির্দেশিকা অনুসারে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সমস্ত সিনেমা হলে ১০০ শতাংশ দর্শক হাজির থাকতে পারেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে শনিবার নতুন নির্দেশিকা জারি করা হয়। কোনও সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্সে ১০০ শতাংশ দর্শকাসন পূর্ণ করা যাবে।
করোনাভাইরাসের জেরে দীর্ঘদিন লকডাউনের পর অক্টোবর মাসে সিনেমা হল খোলা হয়। তবে সম্পূর্ণ দর্শকাসন নিয়ে হল চালানোর অনুমতি ছিল না। তবে এই প্রথম ১০০ শতাংশ দর্শক নিয়ে হল চালু রাখতে পারবেন মালিকরা। যদিও এই সিদ্ধন্তে খুশি প্রেক্ষাগৃহের মালিকরা। তার ফলে কিছুটা ক্ষতির মাত্রা কমবে বলে আশা করছেন হলমালিকরা।
কেন্দ্রের তরফে দেওয়া নয়া নির্দেশিকাতে আরও বলা হয়েছে, যাবতীয় সুরক্ষা বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। শো-টাইম নির্দিষ্ট সময়ের ব্যবধানে রাখতে হবে। মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহারের পাশাপাশি টিকিটের লাইন থেকে হলে প্রবেশের ক্ষেত্রে মেনে চলতে হবে সামাজিক দূরত্ব। যতটা সম্ভব ডিজিটাল পদ্ধতিতে অর্থ লেনদেনের ব্যবস্থা করতে বলা হয়েছে।