More
    Homeরাজনৈতিকআগামী ২১ মার্চ শাহের হাত দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে...

    আগামী ২১ মার্চ শাহের হাত দিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে গেরুয়া শিবির

    আগামী ২১ মার্চ বাংলা জয়ের স্বপ্ন নিয়ে ইস্তেহার প্রকাশ করতে চলেছে বিজেপি। অমিত শাহের হাত দিয়ে বিকেল সাড়ে ৫টায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে গেরুয়া শিবির। রাজ্যে ওই দিন আসছেন অমিত শাহ। মমতার সভার ৪৮ ঘণ্টার মধ্যে এগরায় সেদিন দুপুর ১২ টায় সভা করবেন তিনি।

    বিজেপি সূত্রের খবর, তাদের ইস্তেহারে বেশ কিছু চমক থাকছে। রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি ইস্তেহারে সবথেকে বেশি জোর দিতে চলেছে কর্মসংস্থান তৈরির উপরে। রাজ্যে নতুন শিল্প নিয়ে আসার প্রতিশ্রুতিও থাকবে বিজেপির এই ইস্তেহারে। পাশাপাশি শিক্ষক নিয়োগে টেটের মতো দুর্নীতি লোপের পাশাপাশি, শিক্ষাঙ্গনে স্বচ্ছতা আনা, নতুন শিক্ষানীতি প্রণয়নের প্রতিশ্রুতিও থাকতে পারে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু করার প্রতিশ্রুতিও থাকছে এই ইস্তেহারে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মতো কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে শুরু করার উল্লেখও থাকতে পারে ইস্তেহারে।
    গতকালই পুরুলিয়ার ভাঙড়ার সভা থেকে রাজ্য সরকারি কর্মীদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে বলেও দাবি জানান মোদি। সেই সূত্রে চমক থাকতে পারে রাজ্য সরকারি কর্মীদের জন্যেও। পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের ভোট পেতে বড় প্রতিশ্রুতি থাকতে পারে বিজেপির ইস্তেহারে। গত সোমবার ঝাড়গ্রামে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখতে গিয়ে সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাজ্যবাসীর মন পেতে কী কী প্রতিশ্রুতি দেয় গেরুয়া শিবির এখন সেটাই দেখার।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments