Wednesday, October 4, 2023
Homeজাতীয়আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিনই বাংলায় পা দিতে...

আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিনই বাংলায় পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি

নেতাজি ১২৫ তম জন্মজয়ন্তী পালন করতে সোজা বাংলাতেই আসছেন মোদি ৷ সূত্রের খবর, ২৩ জানুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কবিগুরুর পর নেতাজি ৷ বহিরাগত তকমা ঝেড়ে ফেলে বাঙালির মন ছুঁতে বাংলার আরেক মণীষীর বন্দনায় উদ্যোগী গেরুয়া শিবির ৷ বিধানসভা ভোটের আগে বিজেপি শীর্ষ নেতৃত্বের নজরে বাংলা ৷ নাড্ডা-শাহের পর এবার পালা মোদির ৷ পদ্মের হয়ে প্রচারে জানুয়ারিতেই রাজ্যে আসতে চলেছেন মোদি তা আগেই শোনা গিয়েছিল ৷ এবার খবর, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তীর দিনই বাংলায় পা দিতে চলেছেন প্রধানমন্ত্রী ৷ বাংলাতেই নেতাজি বন্দনায় মাতবেন নরেন্দ্র মোদি ৷

কখনও স্বামীজি, কখনও রবীন্দ্রনাথ। এবার নেতাজি। ২০২২-এ নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী বর্ষ উপলক্ষে আগেই নানা কর্মসূচির কথা ঘোষণা করেছে মোদি সরকার৷ গড়া হয়েছে বিশেষ কমিটি ৷ এবার স্বয়ং মোদিই নেতাজির জন্মদিনে শ্রদ্ধা অর্পণ করতে যোগ দেবেন এ শহরের অনুষ্ঠানে বলে সূত্রের খবর ৷ এর আগে বাংলার মন ছুঁতে বাংলায় ট্যুইট করে নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী দেশ জুড়ে পালনের জন্য উচ্চপর্যায়ের কমিটি তৈরি হয়েছে ৷ বছরভর পালিত হবে নানা অনুষ্ঠান ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments