Sunday, September 24, 2023
Homeকলকাতাআগামী ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে নতুন গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে নতুন গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এবার নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজিকে নিয়ে নতুন গ্যালারির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই গ্যালারিতে নেতাজির ১২৫টি ছবি থাকবে। এছাড়া ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বাংলার স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের নিয়ে আরও একটি গ্যালারির উদ্বোধন করবেন তিনি। এবং ওই দিনই (২৩ জানুয়ারি) ন্যাশনাল লাইব্রেরিতে নেতাজি শীর্ষক একটি আলোচনাসভায় পৌরহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিকে গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, এবার থেকে নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপিত হবে। অন্যদিকে ভারতীয় রেল ঘোষণা করেছে, ঐতিহ্যবাহী হাওড়া-কালকা মেলের নতুন নাম’নেতাজি এক্সপ্রেস’করা হল।

অন্যদিকে ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনে বিশেষ কর্মসূচি নিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলও। আগামী ২৩ জানুয়ারি শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে পদযাত্রা করবে তৃণমূল। ময়দানে নেতাজি মূর্তি পাদদেশে শেষ হবে পদযাত্রা। পদযাত্রার পুরোভাগে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্র নেতাজির জন্মদিন ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করলেও, রাজ্য সরকার দিনটি ‘দেশনায়ক দিবস’ হিসাবে পালন করবে মমতা সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments