আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। নাম রয়েছে মোট ১৫৭৪ জন ক্রিকেটারের নাম। তারমধ্যে রয়েছে ১১৬৫ জন ভারতীয় ক্রিকেটার, এবং ৪০৯ জন বিদেশি। তালিকায় ৩২০ জন ক্যাপড প্লেয়ার আছে। আনক্যাপড প্লেয়ারের সংখ্যা ১২২৪। আইপিএল নিলামের আগে ৪৬ জন ক্রিকেটারকে ধরে রেখেছে বিভিন্ন দল। সব দল ২৫ জন করে ক্রিকেটার নিলে আইপিএল নিলামে ভাগ্য খুলবে ২০৪ জনের। তালিকায় বেন স্টোকসের নাম নেই। রয়েছেন জেমস অ্যান্ডারসন। ৯১ জন প্রোটিয়া নিলামে উঠবে। অস্ট্রেলিয়ার উঠবে ৭৬। তৃতীয় স্থানে ইংল্যান্ড। ৫২ জন প্লেয়ার নিলামে অংশ নেবে। আসন্ন মেগা নিলামে দেখা যাবে ইতালির একজন ক্রিকেটারকে।