আগামী ৭ মার্চ নির্বাচনী প্রচারে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন। তাঁর জনসভা নিয়ে প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিজেপির অন্দরে। এবার জানা যাচ্ছে ওই একই দিনে উত্তরবঙ্গে শিলিগুড়িতে মিছিল ও জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মার্চের প্রথম সপ্তাহ থেকে এমনিতেই গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। এর সঙ্গেই পাল্লা দিয়ে চড়ছে রাজনীতির পারদ। এই পরিস্থিতিতে আগামী রবিবার একই সঙ্গে দুই হেভিওয়েট রাজনৈতিক ব্যাক্তিত্বের জনসভা ঘিরে উত্তাপ আকাশ ছুতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।