ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এবার পূর্ব বর্ধমানে দলীয় সভা সারবেন তিনি। আগামী ৯ জানুয়ারি কাটোয়ায় দলীয় জনসভায় বক্তব্য রাখবেন বিজেপির অন্যতম এই শীর্ষ নেতা। কাটোয়ার মুস্থুলি গ্রামে জনসভা করবেন নাড্ডা। এবারের সফরে এক কৃষক পরিবারে মধ্যাহ্নভোজন সারার কথা রয়েছে বিজেপি সভাপতির।
পাখির চোখ বিধানসভা ভোট। বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। রাজ্য সরকারের বিরুদ্ধে ভুরি-ভুরি অভিযোগ তুলে ভোট-ময়দানে বিজেপি। বিহার পকেটে পুরে এবার মোদী-শাহদের টার্গেট বাংলা। সেই লক্ষ্যেই পুরো শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে গেরুয়া-শিবির।
ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছেন অমিত শাহ। আগামী সপ্তাহে ফের রাজ্যে আসার কথা রয়েছে শাহের। হাওড়ার ডুমুরজলায় তিনি একটি সভাও করতে পারেন। সব কিছু ঠিকঠাক চললে চলতি মাসের তৃতীয় বা শেষ সপ্তাহে রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও।
বিজেপি সূত্রে জানা গিয়েছে, নাড্ডার এবারের সফরে থাকতে পারে বেশ কিছু চমক। শাসকদল ও অন্য দল ছেড়ে আরও কয়েকজন যোগ দিতে পারেন বিজেপিতে। তবে এখনই সেব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি রাজ্য বিজেপির তরফে।