More
    Homeবিনোদনআগেই সাবধান করেছিলাম সুশান্তিকে' বললেন মনোজ বাজপেয়ী

    আগেই সাবধান করেছিলাম সুশান্তিকে’ বললেন মনোজ বাজপেয়ী

    অনেক অভিনেতা-অভিনেত্রী আছেন যারা জীবনে অনেক কষ্ট করে এক সাফল্যের পথ পেয়েছেন। এমনি এক অভিনেতা ছিলেন সুশান্ত সিং রাজপুত। জীবনের প্রথম থেকে তাকে দেখা গিয়েছিল হিন্দি সিরিয়াল। পরবর্তীকালে নিজের চেষ্টায় তিনি পা রেখেছিলেন বলিউডের বড় পর্দায়।

     

    ২০২০ সালের ১৪ই জুন প্রায়াত হন জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘সোনচিড়িয়া’-সহ বেশ কিছু ছবিতে নজর কেড়েছিলেন সুশান্ত সিংহ রাজপুত। তবে মাত্র ৩৪ বছর বয়সে থেমে গিয়েছিল জীবন। মুম্বইয়ের বান্দ্রায় নিজের অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয় তাঁর ঝুলন্ত দেহ। অভিনেতার রহস্য জন মৃত্যু নিয়ে তোলপাড়। অনেক প্রশ্নই উঠে আসে, অভিনেতা কি আত্মহত্যা করেছেন? না তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য? অভিনেতার রহস্যমৃত্যুতে নাম জড়িয়েছিল তাঁর সেই সময়ের প্রেমিকা রিয়া চক্রবর্তীর। আজও সুশান্তের মৃত্যুকে ঘিরে জল্পনা শেষ হয়নি। এবার সুশান্তের মৃত্যু নিয়ে মুখ খুললেন মনোজ বাজপেয়ী।

    এক সাক্ষাৎকারে কথাপ্রসঙ্গে উঠেছিলে সুশান্তের নাম ।

    খানিক আবেগপ্রবণ ফ্যামিলি ম্যান ওয়েব সিরিজখ্যাত এই বলিউড অভিনেতা জানালেন, সুশান্তের মৃত্যু তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। সুশান্ত এতটাই তাঁর কাছের ছিলেন। মনোজ জানান, তিনি সুশান্তকে পরামর্শ দিয়েছিলেন ‘গায়ের চামড়া মোটা করার’। তবেই বলিপাড়ার রাজনীতি, ঠকানো, নানান প্রত্যাখ্যানের সঙ্গে যুদ্ধ করে টিকতে পারবে। মনোজ বাজপেয়ীর কথায়,

    “কতবার বলেছিলাম ওকে এই কথা। গায়ের চামড়া মোটা কর নইলে মারা পড়বি। আমার গায়ের চামড়া এতটা মোটা বলেই টিকে গিয়েছি বলিপাড়ায়। এত প্রত্যাখ্যাত হয়েছিল বলিউডে যে গায়ের চামড়া এমনিই পুরু হয়ে গিয়েছে। আমি হয়তো পেরেছি, আমার অনেক বন্ধু তা পারেনি। তাই তারা সেই প্রত্যাখ্যানগুলো সামলাতে পারেনি।”

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments