More
    Homeকলকাতাআচমকা বন্ধ কলকাতার ১,২০০ টি সিসিটিভি ক্যামেরা

    আচমকা বন্ধ কলকাতার ১,২০০ টি সিসিটিভি ক্যামেরা

    আচমকা বন্ধ হয়ে গেল কলকাতার একাধিক ‘চোখ’। কলকাতা পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল থেকে বিকল হয়ে যায় শহরের ১,২০০ টি সিসিটিভি ক্যামেরা। লালবাজারের কয়েকটি সিসিটিভি ক্যামেরাও বিকল বিগড়ে গিয়েছে বলে একটি মহল দাবি করা হয়েছে। একসঙ্গে এতগুলি সিসিটিভি বিগড়ে যাওয়ার কারণটা কী, তা নিয়েও বিভিন্ন তথ্য উঠে আসছে। তবে কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওরকম সাইবার হানার ঘটনা ঘটেনি।

    সূত্রের খবর, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যে সিসিটিভি লাগানো আছে, তার মধ্যে কমপক্ষে ১,২০০ টিতে ‘অন্ধকার’ নেমে এসেছে। কোনও ছবি, ফুটেজ আসছে না। যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালানো হয়। সেই পরিস্থিতিতে বিভিন্ন প্রান্তের যাবতীয় পরিস্থিতির উপর নজর রেখেছেন ট্র্যাফিক সার্জেন্টেরা। তাঁরাই পরিস্থিতি সামাল দিচ্ছেন।

    তবে একসঙ্গে ১,২০০ টি সিসিটিভি কীভাবে বিগড়ে হয়ে গেল, তা নিয়ে বিভিন্ন উঠে আসছে। সূত্রের খবর, স্রেফ যান্ত্রিক কারণেই এতগুলি সিসিটিভি বন্ধ হয়ে গেল নাকি পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। সাইবার হানার আশঙ্কাও একেবারে উড়িয়ে দেননি বিশেষজ্ঞরা। যদিও পুলিশের তরফে সেই দাবি খারিজ করে দেওয়া হয়েছে। পুলিশের দাবি, কোনও সাইবার হানা হয়নি। লালবাজারের সাইবার সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাটো। পুরো প্রক্রিয়া তিনটি স্তরে আছে। সেই নিরাপত্তা বলয় অটুট আছে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments