More
    Homeখবরআজ(রবিবার) বঙ্গ বিজেপির মেগা বৈঠক সল্টলেকে

    আজ(রবিবার) বঙ্গ বিজেপির মেগা বৈঠক সল্টলেকে

    ২০২৬ বিজেপির কাছে মহারণ। ৩৯ শতাংশ ভোটকে ৩/৪ শতাংশ বাড়াতে পারলেই বাংলায় ১৫০ এর ধারে কাছে সিট হাসিল হতে পারে। সেই লক্ষ্য নিয়েই রবিবার সল্ট লেকের দপ্তরে বিজেপি বসছে বড়ো মিটিংয়ে। ২৫ টি জেলা সভাপতি নির্বাচন শেষ হয়েছে বঙ্গ বিজেপিতে। বাকি এখনও ১৮টি। নতুন জেলা সভাপতির নিয়ে জেলায় জেলায় চলছে চর্চা। এরই মধ্যে বাকি জেলাগুলিতে সভাপতি নির্বাচনের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চায় বিজেপি। সূত্রের খবর, সেই লক্ষ্যেই রবিবার বৈঠকে বসছেন বিজেপি নেতৃত্ব। বঙ্গ বিজেপির দায়িত্ব প্রাপ্ত কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বনশাল-সহ অন্যদের রবিবার দলের সল্টলেকের দফতরে উপস্থিত থাকার কথা। সেই সঙ্গে বৈঠকে থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকরা। বিভিন্ন জেলায় সভাপতির নাম ঘোষণা হওয়ার পরই শুরু হয়েছে আভ্যন্তরিন কোন্দল। বিশেষ করে যেখানে সভাপতি পরিবর্তন হয়েছে।

     

     

     

    জেলা সভাপতিদের নাম চূড়ান্ত করার পাশাপাশি মার্চ মাসে অমিত শাহের বঙ্গ সফর নিয়েও এদিনের বৈঠকে আলোচনার সম্ভাবনা আছে। সেই সঙ্গে রাজ্য সভাপতি নির্বাচনের প্রক্রিয়াও এদিনের বৈঠকের আলোচনায় উঠে আসবে বলে খবর। ইতিমধ্যে রাজ্যে বিজেপির সাংগঠনিক জেলার ৫০ শতাংশের বেশি সভাপতি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। ফলে রাজ্য সভাপতি নির্বাচনে আর কোনও বাধা রইল না। তাই সেই প্রক্রিয়া নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার রাজ্য সভাপতি কাকে করা হয়? সুকান্ত মজুমদার যে পরিবর্তন হচ্ছে তাতে সন্দেহ নেই। উঠে আসছে আবার দিলীপ ঘোষের নাম। এখনো দেখার কার ভাগ্যে সেই গদি রয়েছে!!

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments