Thursday, October 5, 2023
Homeরাজনৈতিকআজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র এলাকায় শোভন-বৈশাখীর মেগা-রোড শো

আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র এলাকায় শোভন-বৈশাখীর মেগা-রোড শো

কলকাতার পর এবার তৃণমূলের ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র এলাকায় রোড শো করবেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে নাগাদ বিষ্ণুপুর থানা এলাকা থেকে শুরু শোভন-বৈশাখীর মেগা-রোড শো। আমতলা কলোনি মাঠে এসে শেষ হবে এই কর্মসূচি। এরপর সেই মাঠে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন শোভন চট্টোপাধ্যায়।

বিধানসভা ভোটের ঠিক মুখে এবার বিজেপিতে পুরোদমে সক্রিয় দলের কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই বান্ধবী তথা বিজেপির কলকাতা জোনের সহ-পর্যবেক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে শহর কলকাতায় রোড শো করেছেন শোভন।

বিজেপির অন্য নেতারাও ছিলেন সেই রোড-শোয়ে। রোড শো শেষে সংক্ষিপ্ত বক্তৃতায় শোভনবাবু তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। একইভাবে তীব্র বিষোদগার করেছেন ডায়মন্ড হারবারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একুশের ভোটে বিজেপিই বাংলা দখল করবে বলে আশাবাদী শোভন।

কলকাতার পর এবার লক্ষ্য ডায়মন্ড হারবার। তৃণমূলে থাকাকালীন দক্ষিণ ২৪ পরগনা জেলায় দলের সভাপতির দায়িত্ব পালন করেছেন শোভন চট্টোপাধ্যায়। এই জেলা শোভনের হাতের তালুর মতো চেনা। জেলার বিভিন্ন প্রান্তে শোভন চট্টোপাধ্যায়ের নিজস্ব কিছু প্রভাব এখনও রয়েছে।

সেই কারণেই অভিষেকের গড়ে এবার শোভন চট্টোপাধ্যায়কেই পুরোদস্তুর রাজনৈতিক কর্মসূচিতে নামিয়েছে গেরুয়া দল। আজ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুর থানা চত্বর থেকে বিকেল ৩টে নাগাদ শুরু হবে মেগা রোড শো।

কলকাতায় বিজেপির পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী তথা কলকাতায় দলের সহ পর্যবেক্ষক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে রোড শো। বিষ্ণুপুর থানা চত্বর থেকে শুরু হয়ে মিছিল শেষ হবে আমতলা কলোনি মাঠে। সেখানেই প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন শোভন চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments