নামখানায় অমিত শাহ, পৈলানে মমতা বন্দ্যোপাধ্যায় । একই জেলায় দুই মেগা কর্মসূচীতে থাকবেন দুই হেভিওয়েট নেতা ।
নামখানায় রথযাত্রায় থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । শাহের সভায় উপস্থিত থাকবেন মুকুল রায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ । অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেক তৃণমূল নেতৃত্ব ৷
বুধবার গভীর রাতে কলকাতা? পৌঁছেছেন অমিত শাহ ৷ বৃহস্পতিবার দুপুরে তিনি প্রথমে গঙ্গাসাগরের কপিল মুনির আশ্রমে পুজো দেবেন ৷ এরপর নামখানা? পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি ৷ মধ্যাহ্নভোজ সারবেন নামখানার এক মত্স্যজীবীর বাড়িতে । সেখান থেকে যাবেন কাকদ্বীপে । সেখানেও বক্তৃতা দেবেন তিনি ।
অন্যদিকে, অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারের পৈলানে তৃণমূলের কর্মী সমাবেশে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী । এর আগে বোলপুরেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রথযাত্রার পরের দিনই পদযাত্রা করে বিজেপি’কে এক হাত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী । এ বার একই দিনে, একই জেলায় দু’জনের সভা ।