রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ আছে। কিন্তু একটু বেলা বাড়লেই গায়ে সামান্য মোটা জামাও গায়ে রাখা যাচ্ছে না। সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা তেমন হেরফের হবে না। তা কিছুটা উপরের দিকেই থাকবে। তবে আজ (বুধবার) এবং আগামিকাল (বৃহস্পতিবার) দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দুই জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।
বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। তবে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির ঘরে থাকবে। মঙ্গলবার সরস্বতী পুজোর দিন একধাক্কায় মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা দু’ডিগ্রি কমে দাঁড়িয়েছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই রেশ কাটিয়ে বুধবার জেলার বিভিন্ন প্রান্তেও পারদ উর্ধ্বমুখী হয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রায় তেমন হেরফের হবে না। বরং আজ ও আগামিকাল দক্ষিণবঙ্গের সাত-আট জেলায় বৃষ্টিপাত হতে পারে। আজ দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। আগামিকাল ওই সাত জেলার পাশাপাশি দুই ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে।