Wednesday, October 4, 2023
Homeজাতীয়আজ কৃষকদের ডাকে চলছে দেশজুড়ে বন্‍ধ, সমর্থন জানাল বিরোধীরা

আজ কৃষকদের ডাকে চলছে দেশজুড়ে বন্‍ধ, সমর্থন জানাল বিরোধীরা

তিন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আজ ভারত বনধ ডেকেছেন কৃষকরা। কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। ফলে, গোটা দেশেই এই বনধের প্রভাব পড়েছে। একাধিকবার সরকারের সঙ্গে কৃষক পক্ষের বৈঠকে কোনও রফা মেলেনি। আইন বাতিল করতেই হবে, দাবিতে অনড় কৃষকরা। যদিও বনধ উপলক্ষে কোনও দোকান জোর করে বন্ধ করা যাবে না, সেকথাও স্পষ্ট করে দিয়েছেন কৃষকরা। সাধারণ মানুষের সমস্যা তৈরি না করেই বনধ পালিত হবে বলে জানিয়েছে ভারতীয় কিসান সংগঠন। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চাক্কা জ্যামও চলবে। কিন্তু জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

- Advertisment -

Recent Comments