কেন্দ্রীয় সরকার অনড়ই, মোদী সরকার কৃষকদের দাবি কিছুতেই মানছে না। এবার কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করলেন আন্দোলনরত অন্নদাতাদের নেতারা। সোমবার দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের গাজিপুরে, দিল্লি-হরিয়ানা সীমান্তের সিংঘু সীমান্তে অনশন শুরু করেন সব ক’টি কৃষক সংগঠনের নেতারা। গাজিপুরে অনশন শুরু করেন ভারতীয় কিশান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইত। সকাল আটটা থেকে শুরু হয় অনশন, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দেখতে দেখতে সোমবার ১৯ তম দিনে পড়ল কৃষকদের আন্দোলন।
কৃষক আন্দোলনের মধ্যেই ভারতীয় কিশান ইয়নিয়ন (বিকেইউ)-এর ৩ জন নেতা ইস্তফা দিয়েছেন। এ প্রসঙ্গে সোমবার সকালে ভারতীয় কিশান ইউনিয়নের জাতীয় মুখপাত্র রাকেশ টিকাইত জানিয়েছেন, ‘কৃষকদের মধ্যে কোনও দ্বন্দ নেই। ভারতীয় কিশান ইউনিয়নের সভাপতি ভানুপ্রতাপ সিং আপস করার কারণে, ক্ষুব্ধ হয়ে ৩ জন নেতা ইস্তফা দিয়েছেন।’ এদিনের অনশন প্রসঙ্গে ভারতীয় কিশান ইউনিয়নের সাধারণ সম্পাদক হরিন্দর সিং লাখোওয়াল জানিয়েছেন, ‘সরকারকে জাগাতে চাই আমরা। তাই আমাদের ইউনাইটেড ফার্মারস ফ্রন্টের ৪০ জন কৃষক নেতা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সমস্ত সীমানায় অনশন করবেন। সিংঘু সীমান্তে ২৫ জন, টিকরি বর্ডারে ১০ জন এবং উত্তর প্রদেশ সীমান্তে ৫ জন।
কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানা অবরোধ করে বসে রয়েছেন পঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। আইন প্রত্যাহার না-করা পর্যন্ত তাঁদের আন্দোলন প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছেন কৃষকরা। যত দিন গড়াচ্ছে, ততই আন্দোলনরত কৃষকদের সমর্থনে এগিয়ে আসছেন দেশের অন্যান্য প্রান্তের কৃষকেরা।