More
    Homeকলকাতাআজ থেকে কলকাতায় চালু বোট লাইব্রেরি

    আজ থেকে কলকাতায় চালু বোট লাইব্রেরি

    কলকাতায় এবার চালু হয়ে গেল বোট লাইব্রেরি। বিদেশের ধাঁচে এবার হুগলি নদী বা গঙ্গায় ভাসমান লাইব্রেরি চালু করল রাজ্য পরিবহণ নিগম। ‘লাইব্রেরি অন বোট’ যা নয়া চমক হচ্ছে কলকাতায় ভূতল পরিবহণ নিগমের। শহর কলকাতায় ট্রাম নিয়ে অনেক ধরণের এক্সপেরিমেন্ট করছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম। ট্রাম ওর্য়াল্ড, ট্রাম লাইব্রেরি, পাটরানির পরে এবার ভাসমান লাইব্রেরি। একদিকে স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীদের আকর্ষণ বাড়ানো। অন্যদিকে কলকাতায় যারা পর্যটক আসেন তাদের জন্যেও মনে রাখার মতো হতে চলেছে বোট অন লাইব্রেরি। কি কি থাকছে এই লাইব্রেরি অন বোটে?নীল-সাদা বোট জুড়ে থাকছে হরেক রকমের বই৷

     

    শিশু ও কিশোর সাহিত্যের নানা বই দিয়ে সাজানো বোটের অন্দরমহল। মুলত বাংলা ও ইংরাজি সাহিত্যের বই থাকছে সাজানো বোটে। এছাড়া বোট জুড়ে বাজবে গান। রবীন্দ্রসংগীত বাজানো হবে মুলত। এর পাশাপাশি থাকছে মুখরোচক খাবারের ব্যবস্থা। চা-কফি-ফিস ফ্রাই-পকোড়া-কোল্ড ড্রিংকস-চকোলেট মিলবে বোট অন লাইব্রেরি জুড়ে। এছাড়া অনলাইনে বই পড়ার ব্যবস্থা থাকছে। কারণ বোট জুড়ে ওয়াই-ফাই থাকছে। আজ থেকে গঙ্গায় ভেসে বেড়াবে এই লাইব্রেরি। যা পরিবহণ কর্মীদের হাতে সাজানো। লাইব্রেরি অন বোট একেবারে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে থাকছে। পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম সূত্রে জানানো হচ্ছে, এই বোট অন লাইব্রেরির টিকিট সাধ্যের মধ্যেই। যাদের বয়স ১৮ বছরের মধ্যে তাদের জন্যে ভাড়া মাত্র ৫০ টাকা। যাদের বয়স ১৮ বছরের ওপরে তাদের জন্যে টিকিটের দাম পড়বে ১০০ টাকা। যদি কেউ এডুকেশনাল ট্রিপে যেতে চান তাহলে গোটা বোট ভাড়া নেওয়া যাবে। যার জন্যে গুনতে হবে ৪০০০ টাকা। মিলেনিয়াম পার্ক থেকে বোট ছাড়বে দিনে তিন বার। প্রথম বোট ছাড়বে সকাল ১১টায়।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments