More
    Homeকলকাতাআজ থেকে জনসাধারণের জন্য খুলতে চলেছে কলকাতা মেট্রোর দরজা, জেনে নিন ট্রেনের...

    আজ থেকে জনসাধারণের জন্য খুলতে চলেছে কলকাতা মেট্রোর দরজা, জেনে নিন ট্রেনের সময় এবং কী কী নিয়মকানুন মানতে হবে?

    ৬১ দিন পর আবারও জনসাধারণের জন্য খুলতে চলেছে কলকাতা মেট্রোর দরজা। আজ (শুক্রবার) সকাল আটটায় দক্ষিণেশ্বর, কবি সুভাষ এবং দমদম থেকে মেট্রো ছাড়বে। আপ-ডাউন মিলিয়ে দিনে আপাতত ১৯২ টি মেট্রো চলবে। সেজন্য মেনে চলতে একাধিক করোনাভাইরাস সংক্রান্ত সুরক্ষাবিধি এবং নিয়মকানুন।

    একনজরে জেনে নিন কখন মেট্রো চলবে এবং কী কী নিয়মকানুন মানতে হবে?

    ১) আপাতত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সাধারণের জন্য মেট্রো পরিষেবা মিলবে। আপ-ডাউন মিলিয়ে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দৈনিক ১৯২ টি মেট্রো চলবে।

    ২) দিনের প্রথম মেট্রোর সময় : দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সকাল ৮ টা, দমদম থেকে কবি সুভাষ – সকাল ৮ টা, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – সকাল ৮ টা, দমদম থেকে দক্ষিণেশ্বর – সকাল ৮ টা।

    ৩) দিনের শেষ মেট্রোর সময় : দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ – সন্ধ্যা রাত ৭ টা ৪৮ মিনিট, দমদম থেকে কবি সুভাষ – রাত ৮ টা, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর – রাত ৮ টা।

    ৪) এখনই টোকেন দেওয়া হবে না। স্মার্টকার্ড থাকলে তবেই মেট্রো ওঠা যাবে।

    ৫) মেট্রোয় আপাতত ৫০ শতাংশ যাত্রী উঠতে পারবেন।

    ৬) করোনাভাইরাস সংক্রান্ত যাবতীয় বিধি মেনে চলতে হবে। পরতে হবে মাস্ক। পালন করতে হবে দূরত্ববিধি

    ৭) আগের মতোই শনিবার নিজস্ব কর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের জন্য পরিষেবা চালু থাকবে। সেদিন আপ-ডাউন মিলিয়ে ১০৪ টি মেট্রো চলবে। তাতে আমজনতা উঠতে পারবে না।

    ৮) ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সোমবার থেকে শুক্রবার দৈনিক ৪৮ টি ট্রেন ছুটবে।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments