More
    Homeরাজ্যআজ থেকে রাজ্যে অনেকটা সস্তা হতে চলেছে বিলিতি মদ, একনজরে নয়া 'রেট'

    আজ থেকে রাজ্যে অনেকটা সস্তা হতে চলেছে বিলিতি মদ, একনজরে নয়া ‘রেট’

    আজ থেকে রাজ্যে অনেকটা সস্তা হতে চলেছে বিলিতি মদ। সুরাপ্রেমীদের পাশাপাশি এই বিষয়টা সরকারের জন্যও সুখবর। মদের দাম কমায় বিক্রি বাড়ার সম্ভাবনা দেখা দেবে। তাতে অতিরিক্ত রাজস্ব আদায় হতে পারে রাজ্যের। আর এই কারণেই বিলিতি মদের উপর আবগারি শুল্ক কমিয়েছে সরকার। সূত্রের খবর, নয়া হারে আবগারি শুল্ক লাগুর ফলে মদের দাম বর্তমান এমআরপি থেকে ২৫ শতাংশ পর্যন্ত সস্তা হতে চলেছে বিলিতি মদ।

    আজ থেকে রাজ্যে অনেকটা সস্তা হতে চলেছে বিলিতি মদ, একনজরে নয়া ‘রেট’

    Read more-আইনি জট কাটলে আগামী ২ মাসেই ১৫,০০০ শিক্ষক নিয়োগ, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু

    জানা গিয়েছে, ভারতে উৎপাদিত সমস্ত বিলিতি মদ ও বিয়ারের দাম কমবে নয়া শুল্ক হারের ফলে। যেই মদের বোতলের দাম ২০০০ টাকা পর্যন্ত, সেগুলির দাম সর্বোচ্চ ৪৫০ টাকা কমে যেতে পারে এক ধাক্কায়। আবার যেই মদের বোতলের দাম ২২০০ থেকে ২৩০০ টাকা, তার দাম ৫০০ থেকে ৬০০ টাকার মতো কমতে পারে। উল্লেখ্য, নয়া হারে আবগারি শুল্ক নির্ধারণের লক্ষ্যে বিগত বেশ কয়েকদিন সরকারি পোর্টালের মাধ্যমে মদ বিক্রি বন্ধ ছিল। রাজ্য সরকারের মত, নয়া হারে মদ সস্তা হলে বিক্রি বাড়বে। তাতে রাজ্যের রাজস্ব আদায় অনেকটাই বাড়বে।

    রয়্যাল স্ট্যাগের ৭৫০ মিলিলিটার বোতলের বর্তমান দাম ৯৮০ টাকা। নয়া শুল্ক হারের ফলে সেই দাম কমে ৭১০ টাকা হতে পারে। রয়্যাল চ্যালেঞ্জের ৭৫০ মিলিলিটার বোতলের বর্তমান দাম ১০০০ টাকা। নয়া শুল্ক হারের ফলে সেই দাম কমে ৭৩০ টাকা হতে পারে। ম্যাকডয়েল সেলিব্রেশন রামের ৭৫০ মিলিলিটার বোতলের বর্তমান দাম ৬৪০ টাকা। নয়া শুল্ক হারের ফলে সেই দাম কমে ৫৪০ টাকা হতে পারে। ব্লেন্ডার্স প্রাইড ৭৫০ মিলিলিটার বোতলের বর্তমান দাম ১৩৫০ টাকা। নয়া শুল্ক হারের ফলে সেই দাম কমে ৯২০ টাকা হতে পারে। অ্যান্টিকুইটি ব্লু ৭৫০ মিলিলিটার বোতলের বর্তমান দাম ১৬১০ টাকা। নয়া শুল্ক হারের ফলে সেই দাম কমে ১২০০ টাকা হতে পারে।

    RELATED ARTICLES

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments