More
    Homeপশ্চিমবঙ্গআজ থেকে ১৮ টি স্পেশাল ট্রেন চালু করছে পূর্ব রেল, একনজরে দেখে...

    আজ থেকে ১৮ টি স্পেশাল ট্রেন চালু করছে পূর্ব রেল, একনজরে দেখে নিন তালিকা –

    আজ (সোমবার) থেকে ৯ জোড়া বা ১৮ টি ট্রেন চালু করছে পূর্ব রেল। যা স্পেশাল হিসেবে ট্রেন বাংলার মধ্যেই চলাচল করবে। কয়েকটি ট্রেন রোজ চলবে, কয়েকটি সপ্তাহের নির্দিষ্ট দিনে ছুটবে। কয়েকটি আবার সাপ্তাহিক ট্রেনও আছে। একনজরে দেখে নিন সেই ১৮ টি ট্রেনের তালিকা –

    ১) ০২৩৮৪ আসানসোল-শিয়ালদহ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

    ২) ০২৩৮৩ শিয়ালদহ-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

    ৩) ০৩৫০২ আসানসোল-হলদিয়া : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

    ৪) ০৩৫০১ হলদিয়া-আসানসোল : ৫ জুলাই থেকে চলাচল শুরু (রবিবার ব্যতীত)।

    ৫) ০৩৫০৬ আসানসোল-দিঘা : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।

    ৬) ০৩৫০৫ দিঘা-আসানসোল : ১১ জুলাই থেকে চলাচল শুরু (সপ্তাহ শুধু রবিবার)।

    ৭) ০৩৪২২ মালদহ টাউন-নবদ্বীপধাম : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ৮) ০৩৪২১ নবদ্বীপধাম-মালদহ টাউন : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ৯) ০৩১১৭ কলকাতা-লালগােলা : ৬ জুলাই থেকে চলাচল শুরু (মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার)।

    ১০) ০৩১১৮ লালগােলা-কলকাতা : ৭ জুলাই থেকে চলাচল শুরু (সােমবার, বুধবার, শুক্রবার, শনিবার)।

    ১১) ০৩০২৭ হাওড়া-আজিমগঞ্জ : ৫ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ১২) ০৩০২৮ আজিমগঞ্জ-হাওড়া : ৬ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ১৩) ০৩০১৭ হাওড়া-আজিমগঞ্জ : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ১৪) ০৩০১৮ আজিমগঞ্জ-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ১৫) ০২৩৪৭ হাওড়া-রামপুরহাট : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ১৬) ০২৩৪৮ রামপুরহাট-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ১৭) ০৩০০১ হাওড়া-সিউড়ি : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    ১৮) ০৩০০২ সিউড়ি-হাওড়া : ৮ জুলাই থেকে চলাচল শুরু (প্রতিদিন)।

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments