প্রতি বছরই চলচ্চিত্র উত্সব নিয়ে উত্সাহের অন্ত থাকে না সিনে প্রেমীদের। চলচ্চিত্র উত্সবের উদ্বোধনের দিন তারকা সমাগমে গমগম করে শহরতলী। কিন্তু চলতি বছর সেই সব কিছুতেই পড়েছে ভাঁটা। এই প্রথম প্রযুক্তির সাহায্য নিয়ে হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের শুরু। আজ শুক্রবার নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
২৬তম চলচ্চিত্র উত্সব ২০২০ তে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে হচ্ছে চলতি বছর ২০২১ সালে। ২৬তম চলচ্চিত্র উত্সব আজ ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। এই প্রথমবার প্রযুক্তির সাহায্য নিয়ে হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন। নবান্নর সভাঘর থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। তবে, ভার্চুয়াল হলেও সেখানে উপস্থিত রয়েছেন একাধিক তারকা। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, তারকা সাংসদ দেব, অভিনেত্রী পাওলি দাম সহ আরও অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকার কথা শাহরুখ খানেরও। করোনা কাঁটায় এই বছর সিনেমা প্রদর্শনের জন্য প্রেক্ষাগৃহের সংখ্যাতেও কাটছাঁট করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে নন্দন, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন-সহ মোট ৬টি জায়গায় সিনেমা দেখানো হবে এবার। সেখানে একটি অ্যাপের মাধ্যমে সিট বুক করতে হবে।