More
    Homeজাতীয়আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখতে চলেছেন মোদি

    আজ বিশ্বভারতীর শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তব্য রাখতে চলেছেন মোদি

    আজ ফের বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বভারতী বিশ্ববিদ্য়ালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। এদিন সকাল ১১টায় বিশ্বভারতীর অনুষ্ঠানে বক্তব্য় পেশ করবেন মোদী। বুধবার রাতে টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, ভার্চুয়াল মাধ্য়মেই মোদী ভাষণ দেবেন।

    উল্লেখ্য়, একুশের মহারণের আগে প্রধানমন্ত্রীর মুখে বারবার ফিরে এসেছে বিশ্বকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম। লকডাউন পর্বে মোদীর সাদা দাড়ি দেখে অনেকেই বলেছেন, তাঁকে নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দেখাচ্ছিল। অন্য়দিকে, ‘মন কি বাত’-এ খেলনা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনার কথাও তুলে ধরেছিলেন মোদী।

    কেন্দ্রের নয়া শিক্ষানীতিও রবীন্দ্র ভাবনায় অনুপ্রাণিত, একথা বলেছিলেন নমো। বারবার মোদীর রবি-স্মরণ দেখে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, তাহলে কি বাংলায় বিধানসভা ভোটকে পাখির চোখ করেই রবীন্দ্রনাথ ঠাকুরের শরণাপন্ন হয়েছেন মোদী। একুশের নির্বাচনের আগে মোদীর এহেন রবি-স্মরণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

     

    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments